সৈয়দপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনী লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীদের মাঝে অর্থের চেক বিতরণ করা হয়ছে।
বৃহস্পতিবার দুপুরে (২৯ ফেব্রুয়ারি) এসব রোগীদের হাতে অর্থের চেক তুলে দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজমল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদ। অনুষ্ঠানে ১৭ জনের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।