বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৩- ২৪ শিক্ষাবর্ষে ৫০ টি আসন বৃদ্ধি পেয়ে মোট আসনসংখ্যা দাড়িয়েছে ১৫৭০ টি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ৬০০টি, ‘বি’ ইউনিট তথা মানবিক শাখায় ৬২০টি এবং ‘সি’ ইউনিটের শিক্ষার্থীদের জন্য ৩০০টি আসন ছিল।
২০২৩- ২৪ শিক্ষাবর্ষে দর্শন বিভাগে ৩০ টি থেকে ৫০ টি, ইতিহাস বিভাগ ৪০ টি থেকে ৫০ টি,প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগে ৩০ টি থেকে ৪০ টি এবং পরিসংখ্যান বিভাগে ৩০ টি থেকে ৪০ টি করা হয়েছে হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪২ তম সভা এবং সিণ্ডিকেটের ৮২ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিষ্ঠার বরিশাল বিশ্ববিদ্যালয়ে হু হু করে আসনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ২০২০-২১ শিক্ষাবর্ষে আসন ছিল ১৪৫০ টি, ২০২১-২২ শিক্ষাবর্ষে ৫০ টি বৃদ্ধি করে করা হয় ১৪৯০ টি, ২০২২-২৩ শিক্ষাবর্ষে করা হয় ১৫২০ টি। বর্তমানে ৫০ টি আসন বৃদ্ধির ফলে আসন দাড়িয়েছে ১৫৭০ টি।
উল্লেখ্য,২০১১-১২ শিক্ষাবর্ষে ছয়টি বিষয়ে স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম দিয়ে যাত্রা শুরু করে।বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন ২০১১-১২ শিক্ষাবর্ষে আসনসংখ্যা ছিল ৬২০ টি। বর্তমানে ৬ টি অনুষদের ২৫ টি বিভাগে আসন রয়েছে ১৫২০ টি। কিন্তু সেই অর্থে বাড়েবি কোনো সুযোগ- সুবিধা।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |