বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে (বিজয় মেলা মাঠ) উদ্যোক্তা মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আক্তার। এ সময় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ট্রেড অরগানাইজার মানিকগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাহবুব ইসলাম রুনুসহ জেলা পুলিশ ও বিসিকের কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডিসি রেহেনা আক্তার বলেন, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্যসামগ্রীর প্রচার, প্রসার ও বাজারজাতকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিসিক উদ্যোক্তা মেলা আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসন ও বিসিক মানিকগঞ্জ এর যৌথ উদ্যোগে আয়োজিত "বিসিক উদ্যোক্তা মেলা -২০২৪" এ অর্ধ-শতাধিক স্টলে শৈল্পিক কারুকার্যে তৈরি বাহারি পণ্যের নজর কাড়া পসরা শোভা পাচ্ছে। ৯ মার্চ পর্যন্ত মেলা চলবে।