বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
গুইমারায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ১:৪৪ PM
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় দেশীয় তৈরি ১টি পাইপগান ও ২রাউন্ড কার্তুজসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার(১ মার্চ) বেলা আড়াইটায় এ অভিযান পরিচালনা করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম ভূঞাসহ অন্য অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে অস্ত্র উদ্ধার অভিযান চালান।

এসময় গুইমারা ইউপির ৬নং ওয়ার্ডের ডাক্তার টিলার নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের সামনে থেকে মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের চাকমা পাড়ার রাঙ্গা মনি চাকমার ছেলে দারাছ চন্দ্র চাকমা(২২)কে আটক করা হয়। 

এসময় আসামীর হেফাজতে থাকা ব্যাগের ভিতর হতে ১টি দেশীয় তৈরি পিস্তল সদৃশ পাইপগান, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আসামি নিজ হেফাজতে অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল আমিন বলেন, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত