শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই নেতা সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক। তিনি আসন্ন সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনের একজন চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচারণা চালাচ্ছেন ।
মানববন্ধনে খ্রিস্টান সম্প্রদায়ের ফাদার সুজন সরকার অভিযোগ করে বলেন, গত ৫ ফেব্রুয়ারী সকাল বেলা জয়নাল ঠিকাদারসহ ২০/২৫ জন লোকজন নিয়ে সৈয়দপুর ওয়াপদা মোড়ের কয়া পশ্চিমপাড়া এলাকায় কবলা খরিদা সৈয়দপুর এজি চার্চের জমি জবর দখলের চেষ্টা চালায়। এ সময় ৯৯৯ ফোন দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ওই নেতার দখলের চেষ্টা অব্যাহত থাকায় আমরা এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও সৈয়দপুর থানায় গত ২২ ফেব্রুয়ারী বরাবরে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় জয়নাল ঠিকাদারের শ্যেন দৃষ্টি আমাদের গীর্জা ও ভূমি থেকে সরছে না। ফলে বাধ্য হয় আমরা তার গ্রেফতারের দাবিতে মানববন্ধন করছি।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য বলেন, স্থানীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা দয়াল ঋষি, দীপ্তি বিশ্বাস, ত্রিমুর্তি শর্মা, পাস্টর স্বাদেশ, পাস্টার ইথার, সনো মল্লিক কেয়া প্রমুখ। বক্তারা বলেন, চার্চের সাড়ে ১২শতক জমিসহ ভবন জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাপা নেতা। আমরা নিরীহ সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের লোক। তাই ওই নেতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। বিষয়টি প্রধানমন্ত্রী বরাবরে বিচারের জন্য স্মারকলিপি দেয়া হবে বলে ঘোষণা দেন বক্তারা।
এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও ঠিকাদার জয়নাল আবেদীন মুঠোফোনে বলেন, তাদের চার্চের জমিদখলের অভিযোগ সঠিক নয়।