মানিকগঞ্জের শিবালয়ে প্রস্তাবিত জান্নাতুল বাকী নামে একটি কবরস্থান উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য এস এম জাহিদ।
শুক্রবার (১মার্চ) বাদ জু'মা ধর্মীয় ভাব গাম্ভীর্য পরিবেশে উত্তর মহাদেবপুর এলাকায় ১১ শতাংশ জমিতে নির্মিত এই কবরস্থানের উদ্বোধন করা হয়।
জান্নাতুল বাকী কবরস্থান কমিটির সভাপতি মোঃ জুলহাস মিয়ার সভাপতিত্বে ও কবরস্থানের সাধারণত সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল রহিম খান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রভাষ চন্দ্র রায়,দৈনিক ইত্তেফাকের মানিকগঞ্জ প্রতিনিধি এম নজরুল ইসলাম, মৎস্যজীবী লীগ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রিন্স। আরো উপস্থিত ছিলেন উক্ত কবরস্থানের উপদেষ্টা মন্ডলী সদস্য, মোঃ লিয়াকত হোসেন খান, আব্দুল মান্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে উত্তর মহাদেবপুর গ্রামের মৃত চাঁন মিয়া মাতাব্বরের ছোট মেয়ের জামাতা সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন জান্নাতুল বাকীর জন্য ১১শতাংশ জমি দান করেন।