বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
নন্দীগ্রামে ৪২৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৪:১৬ PM
বগুড়ার নন্দীগ্রামে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের ২০২৩ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত ৪২৩ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় নন্দীগ্রাম মর্ডাণ প্রি-ক্যাডেট একাডেমী চত্বরে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। সংবর্ধনা অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেয়র আনিছুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি একেএম ফজলুল হক কাশেম, সাধারন সম্পাদক শাবান আলী, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তীর্থ সলিল রুদ্র, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এফ ফারুক কামাল প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, নন্দীগ্রামে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মহাসচিব গোলাম মোস্তফা মতিন। পরে বৃত্তিপ্রাপ্ত ৪২৩ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত