বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা
শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৪:২৬ PM
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে  এ সভা অনুষ্ঠিত হয়। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী,গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় হাসপাতাল ৫০-১০০ শয্যায় উন্নীত করন, শূন্য জনবল পূরন, চিকিৎসকগনের নিরাপত্তা বিষয়ে আনসার নিয়োগ, আউটসোর্সিং প্রক্রিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ, প্রয়োজনীয় মেশিনারীজ সরবরাহ,  জেনারেটর স্থাপন, নিরাপত্তা প্রহরী নিয়োগ বর্জ্য ব্যবস্থাপনা, কীট স্থাপন,  কোয়ার্টার মেরামত,  উপজেলা পরিষদ থেকে বরাদ্দ প্রদান , নতুন ভবন ও জরুরী বিভাগ সংস্কারকরন, হাসপাতাল এর বাউন্ডারী সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদ, হাসপাতাল ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধকরনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, দুই সপ্তাহ পর পর পৌরসভা কর্তৃক মশা নিধন কার্যক্রম ও ড্রেন পরিষ্কার নিশ্চিত করন, বহিঃ বিভাগের টিকিট কাউন্টার স্থানান্তর, হাসপাতাল চত্বরে দালাল প্রতিরোধ সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষন দাসের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র মোঃ আনিছুর রহমান, সহকারী কমিশনার ভূমি আল-মামুন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল বি.এ, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ জামান, প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত