আগামী ৯মার্চ নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন ঘিরে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা শহরের স্টাফ কোয়ার্টারস্থ নীলসাগর পরিবহণ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রার্থীদের মধ্যে চেম্বারের সাধারণ গ্রুপে প্রতিদ্বন্ধিতাকারী বিশিষ্ট ঠিকাদার মিজানুর রহমান, নীলসাগর গ্রুপের নির্বাহী পরিচালক আরমান হাবিব, বিশিষ্ট ঠিকাদার মনিরুল ইসলাম সুইডেন ও মোকছেদুল ইসলাম বক্তব্য দেন।
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, সদর উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ বক্তব্য দেন।
বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন জেলা ইউনিটের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।
নীলসাগর গ্রুপের নির্বাহী পরিচালক আরমান হাবিব সভায় বলেন, ব্যবসায়ীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, আমরা এজন্য আনন্দিত। আমাদের বিজয় সুনিশ্চিত। চেম্বারকে গতিশীল এবং ব্যবসায়ী স্বার্থ রক্ষার পাশাপাশি আমরা ঐক্যবদ্ধ থেকে নীলফামারীকে এগিয়ে নিবো।
চেম্বারের সাধারণ গ্রুপে প্রতিদ্বন্ধিতাকারী বিশিষ্ট ঠিকাদার মিজানুর রহমান বলেন, নির্বাচনে আমরা ইশতেহার প্রকাশ করেছি। এই প্যানেলের কেউ ব্যক্তিগত কিংবা কারো স্বার্থ রক্ষায় নির্বাচন করছেন না। আমরা জয়লাভ করলে প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্নজন উপস্থিত ছিলেন।