মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ ৭ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
মানিকগঞ্জে ছাত্রীর ভাসমান লাশ উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৪:০৬ PM
মানিকগঞ্জে সামিয়া আক্তার নামে নবম শ্রেণীর ছাত্রীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৪ মার্চ) সকালে পুলিশ  কালিগঙ্গা নদীর কুশেরচর এলাকা তালাপপাড়া ঘাট থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে।

সামিয়া মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান সাইফুল ইসলামের মেয়ে। তার আদি নিবাস কুমিল্লায়। চাকুরীর সুবাদে পরিবার পরিজন নিয়ে শহরের সেওতা এলাকায় বসবাস করে। সামিয়াঐতিহ্যবাহী  মানিকগঞ্জ সরকারি সুরেন্দ্র কুমার উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার বিকেল তিনটায় কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। নির্ধারিত সময়ে বাসায় না ফেরায় তার বাবা মানিকগঞ্জ থানায় জিডি করেন। নিখোঁজের দুইদিন পর সোমবার সকাল সাড়ে কালিগঙ্গা নদীতে ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় জনতা। খবর পেয়ে সামিয়ার বাবা লাশ শনাক্ত করেন। এ সময় কালিগঙ্গা নদীর দুই পাড়ে উৎসুকী জনতা উপচে পড়া ভিড় জমায়। 

মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: হাবিল হোসেন জানান, এ বিষয়ে সামিয়ার পিতা সাইফুল ইসলাম গত ২ মার্চ থানায় জিডি করেন। ২দিন পর আজ সোমবার সকাল ১০টায় কালিগংগা নদী থেকে সামিয়ার ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত