জমকালো নানা আয়োজনে অনুষ্ঠিত হলো নড়াইলের লোহগড়ায় মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সোমবার ও মঙ্গলবার (৪, ৫ মার্চ) দুইদিন ব্যাপী উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের কার্যনির্বাহী পর্যদের সভাপতি মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ব্যাংক পিএলসি সিনিয়র এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো.সারোয়ার হোসেন, নলদী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো.জাহাঙ্গীর আলম বিশ্বাস।
এসময় নলদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ মো. মোরসালিন, এএসআই মো. জামাল হোসেন, সমাজ সেবক মো.হেমায়েত হোসেন মোল্যা, ইউপি সদস্য মো. মিজানুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার ভট্রাচার্য্য।
বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বের মধ্যে বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য, দেশাত্মবোধ, পল্লীগীতি, রবিন্দ্রসংগীত, নজরুলগীতি ও আধুনিক গাণের প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।