মানিকগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ সহ নানা আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জেলা প্রশাসক রহেনা আক্তার। এ সময় জেলা পুলিশ, জেলা-উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
দিবসটি যথাযজ্ঞ মর্যাদায় পালন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, নিত্যানুষ্ঠান, আলোচনাসভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনও অনুরূপ কর্মসূচি পালন করে।
বিসিক ও জেলা প্রশাসন কর্তৃক ১০দিনব্যাপী উদ্যোক্তা মেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ প্রচার ছাড়াও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।