খুলনা প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর রোকেয়া হলের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ১০টায় হলের সভাকক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্যে আলোচনার বিষয় ছিলো ‘নারী মুক্তি ও প্রতিবন্ধকতাসমূহ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এবং একটিং ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর প্রফেসর ড. খুরশীদা বেগম ও ইউআরপি বিভাগের প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোকেয়া হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সুহেলি শায়লা আহমেদ।
এসময় বক্তারা বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই, সর্বক্ষেত্রেই তাদের বিচরণ পুরুষদের সমানতালে এগিয়ে চলেছে। দেশের সার্বিক উন্নয়নের জন্য নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। অনুষ্ঠানে রোকেয়া হলের সহকারী প্রভোস্টবৃন্দ ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।