'নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
শুক্রবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসক রেহেনা আক্তারের নেতৃত্বে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা করা প্রতিটি নাগরিকের কর্তব্য।
এদিকে, আন্তর্জাতিক নারী দিবসটি উপলক্ষে কিশোরীদের ফুটবল খেলায় জেন্ডার ও জলবায়ু ন্যায্যতার দাবিতে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মীর মোকসেদুল আলম এর সভাপতিত্বে ও বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক কর্মসূচি সমন্বয়কারী রাশেদা আক্তার ও স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেতিলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান, জেকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাংবাদিক গাজী ওয়াজেদ আলম লাবু, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসেস শেফালী বেগম, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য ও উন্নয়নকর্মী গাজী শাহাদাত হোসেন বাদল, বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য জনাব হামিদা বেগম, উন্নয়নকর্মী শাহিনুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি নারীদের শারীরিক মানসিক স্বাস্থ্য ঠিক রেখে এইধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাসহ সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান।