মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কলমাকান্দায় প্রতিপক্ষের হামলায় নিহত ১
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১১:৫০ AM আপডেট: ০৯.০৩.২০২৪ ১২:১১ PM
শুক্রবার (৮মার্চ) বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কলমাকান্দা খারনৈ ইউনিয়নের বাউশাম রুদ্রনগর গ্রামের খন্দকার আবু সিদ্দীকের ছেলে কামরুজ্জামান (৫০) নামে এক ব্যক্তি খুন হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, নয়ানগর গ্রামের প্রতিপক্ষ আবুলের ছেলে ভাতিজারা বেশ কয়েকদিন ধরে বাউশাম বাজারে গরুর ব্যবসা করে আসছিল। শুক্রবার বিকেল ৫ টায় নিহত কামরুজ্জামানের সাথে আবুলের ছেলে ভাতিজারা নানা সুতোয় বাগ্বিতণ্ডায় জড়ায়, এক পর্যায়ে মারামারি শুরু, গুরুতর জখম করে ফেলে রেখে যায় কামরুজ্জামানকে, পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

নিহত কামরুজ্জামানের বড় ছেলে জানায়, আবুলের ছেলে শাহীন ও তার ভাইয়েরা আমার বাবাকে একা পেয়ে মারতেছিল, আমি ফিরাতে গেলে ওরা আমাকেও মেরে রক্তাক্ত করে। আমি আমার বাবাকে বাঁচাতে পারলাম না।
উল্লেখ্য, ২০২১ সালে ২৬ শে মে বুধবার বিকাল তিনটার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে নয়ানগর গ্রামের খোরশেদ মিয়ায় ছেলে বাঁশ ব্যবসায়ী কাদির মিয়া (৪৫) কে নিহত কামরুজ্জামানের ভাইয়েরা টেটাবিদ্ধ করে হত্যা করেছিল। তারই জের ধরে প্রতিপক্ষের হামলায় কামরুজ্জানের হত্যার এমন ঘটনা ঘটে।


এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফল হক জানান, আমরা খবর পেয়েছি, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ মর্গে প্রেরণ করেছি মামলাও হয়েছে, দুজনকে আটক করেছি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত