মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
দাম কমায় পেট্রল পাম্প বন্ধ আসাদ গেটে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১২:০৩ PM আপডেট: ০৯.০৩.২০২৪ ১২:০৭ PM
সম্প্রতি দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। নতুন এ দাম কার্যকরের পরদিন রাজধানীর আসাদ গেটের একটি পেট্রল পাম্পে তেল বিক্রি বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।

শনিবার (৯ মার্চ) আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই বন্ধ রয়েছে তেল বিক্রি কার্যক্রম।
 
মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের অভিযোগ, সরকার তেলের দাম কমানোয় পেট্রল পাম্পটি তেল বিক্রি বন্ধ রেখেছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

আর পোট্রল পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্র ও শনিবার তেলের ডিপো বন্ধ থাকে। দুদিন রিজার্ভের ওপর নির্ভর করতে হয়। আজ সকাল থেকে এখনো তেলের ট্রাক এসে পৌঁছায়নি। অন্যদিকে রিজার্ভও শেষ। তাই পাম্প বন্ধ রয়েছে।
 
তবে দুপুর ১২টার মধ্যে তেলের ট্রাক চলে আসবে বলে জানিয়েছে তালুকদার ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। তারা জানান, ট্রাক এসে পৌঁছালে তেল বিক্রি কার্যক্রম আবারও শুরু হবে।
 
এর আগে গত ৭ মার্চ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে নতুন ফর্মুলা অনুযায়ী জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
 
নতুন ফর্মুলা অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছিল ১০৯ টাকায়।
 
জ্বালানি তেলের উৎপাদন বাড়াচ্ছে বাংলাদেশ প্রতি লিটার অকটেনের দাম ৪ টাকা কমিয়ে ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে প্রতি লিটার অকটেনের দাম ছিল ১৩০ টাকা।  আর ৩ টাকা কমিয়ে প্রতি লিটার পেট্রলের দাম নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা; যা আগে প্রতি লিটার বিক্রি হয় ১২৫ টাকায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত