শিবালয়ে অক্সফোর্ড একাডেমী স্কুল এন্ড কলেজের প্রায়তিন কোটিটাকা ব্যয়ে নির্মিত নতুন ভবন শনিবার দুপুরে উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
নতুন ভবন উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের এমপি সালাউদ্দিন মাহমুদ জাহিদ। বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো: হাফিজুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ এমপি এস এম জাহিদ।
এ সময় আরও বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুরর হিম খান, উপজেলা নির্বাহী অফিসার মো: বেলাল হোসেন, জেলাপরিষদ প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা শিক্ষা অফিসার আমীর হোসেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন প্রমুখ।