বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ডোমারে ইউপি উপ-নির্বাচনে সদস্য পদে বাবু বিজয়ী
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৪:২৪ PM আপডেট: ১০.০৩.২০২৪ ৬:১৬ PM
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপ নির্বাচনে সদস্য পদে দুইজন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ফ্যান মার্কা নিয়ে বিজয়ী হন হাবিবুর রহমান বাবু।

শনিবার(৯মার্চ) সকাল হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ওয়ার্ডের দুই হাজার ৫৪৪ ভোটারের মধ্যে এক হাজার ৮৮৮ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩২টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে।

প্রাপ্ত ভোটের মধ্যে হাবিবুর রহমান বাবু ফ্যান মার্কায় ৮৮৫ভোট পেয়ে বিজযী হয়। নিকটতম  প্রতিদ্বন্দ্বী  নুরননবী মূরগ মার্কায় পেয়েছেন ৭৪৮ ও আশরাফুল ইসলাম আশরাফ ফুটবল মার্কায় পেয়েছেন ২২৩ভোট।

প্রিজাইটিং ও উপজেলা মৎস্য অফিসার মামুনূর রশীদ ভোট গনণা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপির উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। এসময় উপ নির্বাচন রির্টানিং অফিসার মশিউর রহমান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত; উল্লেখিত ওয়ার্ডের নির্বাচিত সদস্য এনামুল হক মৃত্যুবরণ করায় ওয়ার্ডটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত