বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ধামরাইয়ে শিব মন্দিরে ২ দিনব্যাপী শিবরাত্রি উদযাপন
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৪:২৬ PM
ঢাকার ধামরাই উপজেলায় চলছে দুইদিন ব্যাপী শিবরাত্রি ব্রত উৎসব। এ উপলক্ষে পৌরসভার কায়েৎপাড়া এলাকার মঠবাড়ীর ঐতিহাসিক মদনমোহন ও শিব মন্দিরে শিবরাত্রি ব্রত উৎসব পালিত হচ্ছে। 

মায়া রানী গোস্বামী পৃষ্ঠপোষকতায় তৈরি এই মন্দিরে অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শিবরাত্রি ব্রত।

সনাতনী শাস্ত্রে সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল মহা শিব রাত্রির ব্রত। ভক্তদের মহাশিব রাত্রির ব্রত পালনের নিয়ম ও মন্ত্র জানা অত্যন্ত জরুরী। মহা শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। অজ্ঞতা ও অন্ধকার দূর করে ভক্তদের আলোর পথে নিয়ে আসে এই মহাশিব রাত্রি। 

শিব পুরাণ অনুসারে ভগবান শিব এই মহা শিব রাত্রির দিনই মহা তান্ডব নৃত‍্য করেছিলেন। এই শিব রাত্রির দিনই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। আবার এই দিনই শিব লিঙ্গ রুপে প্রকাশ পায়। শিব রাত্রির ব্রতের দিন ভক্তরা উপবাস করে সূর্যাস্তের পর চার প্রহর শিব লিঙ্গে দুধ, দই, ঘৃত, মধু ও গঙ্গাজল ইত্যাদি অর্পন করে বেলপাতা, নীলকন্ঠ, ধুতুরা, আকন্দ, অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পূজো করে “ওঁ নমঃ শিবায়” মহামন্ত্র জপ করে ব্রত পালন করে। 

মদনমোহন ও শিব মন্দির কমিটির সভাপতি বিপুল ঘোষ শংকর ও সাধারণ সম্পাদক গোবিন্দ ঘোষের পরিচালনায় এই মন্দিরে এই পুজার আয়োজন করা করা হয়েছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ ঘোষ বলেন মঙ্গলময় শিবের ভক্তরা এবার দুইদিন ব্রত পালন করছে। প্রতিবারের মতো এবারো কমিটির পক্ষ থেকে দুইদিনই পারণের প্রসাদ বিতরন হচ্ছে। পারণের প্রসাদ বিনামূল্যে বিতরণ করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত