বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
সরাইলে পাবলিক লাইব্রেরি দ্রুত খোলার দাবিতে মানববন্ধন
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৪:৪০ PM
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় খোলার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সরাইল উপজেলা শাখা।

রবিবার (১০ মার্চ) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এ মানববন্ধন করেন তারা। এতে উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করে।

উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মোজাম্মেল পাঠানের সভাপতিত্বে সাবেক সভাপতি শরীফ উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপদেষ্টা দেবদাস সিংহ রায়, জেলা উদীচী সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, জেলা নেতা আহমেদ হোসেন, সরাইল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফসির, সাবেক সভাপতি আইয়ুব খান, কবি তালুকদার আবুল কাসেম, সাবেক ছাত্রনেতা আবুল কাসেম, হাজী ইনু মিয়া, শিল্পী মাহফুজা বেগম, কবি ইসমোনাক, সাদেক মিয়া, ঠিকাদার খন্দকার সেলু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুল আলম প্রমুখ।  

বক্তারা বলেন, বই মানুষকে আলোকিত করে,বই পড়ুন জ্ঞান অর্জন করুন। ঐতিহ্যবাহী সরাইল পাবলিক লাইব্রেরি দীর্ঘদিন ধরে বন্ধ, বই পড়া জ্ঞানচর্চা ও গবেষণা থেকে বঞ্চিত সরাইলবাসী। সরাইল পাবলিক লাইব্রেরি দ্রুত খোলার দাবিতে উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা প্রতি আহবান জানাই।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত