মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
আখাউড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৫:২৮ PM
দূর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো স্লোগানে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপক প্রদর্শনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধির মহড়া’ প্রদর্শন করেন। এর আগে, একটি র‍্যালি উপজেলা চত্বর থেকে মূল ফটকের দিকে গিয়ে শেষ হয়।

আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, যুব উন্নয়ন কর্মকর্তা মুসলে উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো: নূরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক কাজী হান্নান খাদেম, জুটন বনিক, রুবেল আহমেদ, জালাল হোসেন মামুন, অমিত হাসান আবির, ইসমাইল হোসেন প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী বাংলাদেশ বুলেটিনকে বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই ভূমিকম্প ও অগ্নিকাণ্ড ছাড়াও যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত