সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
স্বরূপকাঠিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের প্রশিক্ষণ ক্যাম্প
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৫:৩৩ PM আপডেট: ১০.০৩.২০২৪ ৬:১২ PM
স্বরূপকাঠিতে অরণী খেলাঘর এর আয়োজনে   প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২ দিন ব্যাপী আঞ্চলিক প্রশিক্ষন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

ওই ক্যাম্পে আবৃতি, দলীয় নৃত্য, দলীয় সংগীত শরীর চর্চা, প্রাথমিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষন দেওয়া হয়। শুক্রবার ও শনিবার দিন ব্যাপী কামারকাঠির  নব কুমার ইনস্টিটিউশনে অরনি খেলা ঘর আসর ও অরনি পাঠাগার ওই ক্যাম্পের আয়োজন করে। 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের সাবেক উপাচার্য্য ড. বিশ্বজিৎ ঘোষ ওই ক্যাম্পের উদ্বোধন করেন। ক্যাম্প পরিচালনা করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদক মন্ডলীর সদস্য গবিন্দ বাকচি। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ গুনিজনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত ব্যাক্তিরা হলেন দীর্ঘদিনের উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.আব্দুর হামিদ, খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সম্পাদক প্রনয় সাহা, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, সাবেক যুবউন্নয়ন কর্মকর্তা মরহুম ফজলুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক শুশীল কুমার চক্রবর্তী। এছাড়া শিক্ষাবিদ অব্দুল জলিল স্মৃতি পদক প্রদান করা হয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল চন্দ ও সমাজসেবক জিয়াউল হক অপুকে।

সংগঠনের সভাপতি সাংবাদিক ধীরেন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওপার বাংলার সাহিত্যিক গবেষক মলয় চন্দন মুখার্জি, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, আয়কর বিভাগের সহকারী কমিশনার হাফিজ আল আসাদ, বরিশাল বিএম কলেজের সহযোগী অধ্যাপক আক্তারুজ্জামান, শনিবার সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বরূপকাঠি  পৌরসভার মেয়র মো. গোলাম কবির, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক প্রনয় সাহা, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলির সদস্য হাফিজুর রহমান, সদস্য সুব্রত রায়, ক্ষনা চন্দ, আল মামুন প্রমুখ। উল্লেখ্য ২দিনের প্রশিক্ষণে দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত