বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ঈশ্বরগঞ্জে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৪:৪৯ PM আপডেট: ১৩.০৩.২০২৪ ৫:১৪ PM
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে অটোরিকসা ছিনতাই করে নিয়ে যাবার সময় গুলিভর্তি পিস্তলসহ ওয়াসিম আকরাম খান নামের পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এসময় তার কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল এবং ছিনতাইকৃত একটি অটোরিকসা উদ্ধার করে পুলিশ।  ময়মনসিংহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, নেত্রকোনা জেলার কেন্দুয়া থেকে মঙ্গলবার রাতে একটি অটোরিকসা ভাড়া নিয়ে তিনজন ছিনতাইকারীর একটি দল ঈশ্বরগঞ্জের আঠারোবাড়িতে আসে। সেখানে ছিনতাইয়ের চেষ্টা করলে অটোচালক তোফায়েল তাতে বাঁধা দেয়। এসময় পিস্তল ঠেকিয়ে অটোরিকসাটি ছিনতাই করে পালিয়ে যাওয়ায় সময় চালকের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ও টহল পুলিশ ঘটনাস্থল পৌছে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও  ছিনতাইকারি ওয়াসিম আকরাম খানকে আটক করে।

পরে তার দেহ তল্লাশী করে পাঁচ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। এসময় অপর দুই ছিনতাইকারি পালিয়ে যায়।পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত ওয়াসিম আকরাম খানের নামে হত্যা, অস্ত্র ও বিস্ফোরক আইনে নেত্রকোনার কেন্দুয়া ও ময়মনসিংহের ঈশ্বগঞ্জ থানায় আটটি মামলা রয়েছে। পালিয়ে যাওয়া সহযোগিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।গ্রেফতারকৃত ওয়াসিম আকরাম খানের পাচঁদিনের রিমান্ড চেয়ে পুলিশ আদালতে প্রেরণ করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত