ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২শত পিস ইয়াবাসহ মোঃ রাসেল মিয়া (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ।
বুধবার (১৩ মার্চ) গোপন সংবাদ ভিত্তিতে সরাইল থানায় কর্মতর এএসআই (নিঃ) মোঃ রুবেল আখন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সরাইল থানাধীন নোয়াগাও ইউনিয়নের বাড়িউড়া বাজার যাত্রীছানির সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর হইতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল মিয়া উপজেলার সদরের নিজ সরাইল এলাকার নুরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি এমরানুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।