গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবীতে কল কলকারখানা অধিদপ্তরের সামনে বিক্ষোভ করছে সিজন্স ড্রেসেস লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার সকাল ৮টার দিকে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খাঁ পাড়া এলাকায় বিক্ষোভ মিছিল করে টঙ্গী বাজার এলাকায় অবস্থিত কলকারখানা অধিদপ্তরের সামনে উপস্থিত হয়। পরে ওই স্থানেও বিক্ষোভ করে তারা।
কারখানা শ্রমিকরা জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে কারখানা ছুটির আগে আমাদের বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মালিকপক্ষ ও পুলিশ আমাদের পিটিয়ে কারখানা থেকে বের করে দেয়। আজ সকালে কারখানায় গিয়ে দেখতে পাই কারখানা বন্ধের নোটিশ টানানো রয়েছে। পরে সবাই কলকারখানা অধিদপ্তরের সামনে চলে আসছি। এখনো অধিদপ্তরের কেউ আমাদের সাথে কথা বলেনি। আমরা কলকারখানা অধিদপ্তরের সামনে অবস্থান করছি।
শ্রমিকরা আরও জানান, আমাদের কেউ এক মাসের বকেয়া বেতন পাবে। কারো দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কেউ কেউ তিন মাসের বেতন বকেয়া রয়েছে। সামনে ঈদ আমাদের বেতন পরিশোধ না করলে চলার কোন উপায় নেই। বাড়ির মালিক বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। সংসার খরচ রয়েছে।
জানা যায়, কারখানার সামনে বন্ধের নোটিশে লেখা আছে, গতকাল মঙ্গলবার কিছু শ্রমিক কারখানার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ভাঙচুর করে, পুলিশের গায়ে হাত তোলে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, সিজন্স কারখানা কর্তৃপক্ষ গতকাল কিছু টাকা পরিশোধ করলেও পুরো টাকা পরিশোধ করতে পারেনি। এ নিয়ে শ্রমিকদের সাথে মালিক ও পুলিশের কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে। তবে শ্রমিকদের গায়ে কোন পুলিশ হাত তোলেনি।