মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ ৭ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
মাইলস্টোনের আগুনে যারা মারা গেছেন প্রত্যেকেই শিশু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৯:৩০ PM
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধবস্তের ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৩ জন মৃত্যুবরণ করেন। এ ছাড়া বার্ন ইনস্টিটিউটে ৪৪ জন ভর্তি আছেন। 

তিনি বলেন, যারা মারা গেছেন তারা প্রত্যেকেই শিশু। যারা আহত হয়েছেন, তারাও বেশিরভাগ শিশু।

আজ সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টায়  জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এছাড়া ঢাকা মেডিক্যাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২৪ ঘণ্টা চিকিৎসকদের টিম থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি।

ডা. সায়েদুর রহমান বলেন, যারা আহত হয়েছেন তাদের মধ্যে উদ্ধারকর্মী, স্কুলের শিক্ষক, ফায়ার সার্ভিস-কর্মী ব্যতীত বেশিরভাগই শিশু। তাদের সংখ্যা একশ জনের ওপরে। খুবই অল্প সংখ্যক শিশু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে পেরেছে। বাকিরা এখনও মেডিক্যালে ভর্তি। সবচেয়ে ক্রিটিকাল রোগীরা এই বার্ন ইনস্টিটিউটে আছে।

তিনি বলেন, সরকারি ৭ হাসপাতালে মোট ৮৮ জন ভর্তি রয়েছে। এরমধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ৯ জন ভর্তি রয়েছেন। যারা মারা গেছেন তারা প্রত্যেকেই শিশু। যারা আহত হয়েছেন, তারাও বেশিরভাগ শিশু। এছাড়া আহতদের মধ্যে উদ্ধারকর্মী, ২ জন শিক্ষক ও স্টাফ রয়েছেন।

তিনি বলেন, ১৭ জন শিশুর মধ্যে ৭ জন শিশু এতটাই পুড়েছে যে, তাদের শনাক্ত করা যায়নি। তাদের দেহাবশেষ থেকে ডিএনএ সংগ্রহ করা হচ্ছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত