শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৫:০৪ PM আপডেট: ২০.০৩.২০২৪ ৫:০৭ PM
রাজধানীর মতিঝিল এলাকা হতে ছয় লক্ষ টাকা মূল্যমানের হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০।

বুধবার (২০মার্চ) বিকালে এ তথ্য নিশ্চিত করেন, কেরানীগঞ্জ র‍্যাব-১০ সদর দপ্তরের অধিনায়ক অ্যাডিশনাল ডি আই জি ফরিদ উদ্দিন। 

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার হাবাশপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী মোছাঃ মিম রেজা (২৪) ও মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানার লস্কর দীঘিরপাড় এলাকার মোঃ আক্তার হোসেনের স্ত্রী মোছাঃ রাবেয়া বেগম (৫৫)।

কেরানীগঞ্জ র‍্যাব-১০ সদর দপ্তরের অধিনায়ক অ্যাডিশনাল ডি আই জি ফরিদ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাতে রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ছয় লক্ষ দশ হাজার টাকা মুল্যের ৬১ (একষট্টি) গ্রাম হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব-১০ এর অভিযানিক দল। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু ও তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত