শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
চাটখিলে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৮:৩১ PM
চাটখিল উপজেলায় আজ বৃহস্পতিবার (১৭ই জুলাই) বিকেলে মহাসমাবেশ করেছে বাংলাদেশ জামায়েত ইসলামী।  

জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত করার লক্ষ্যে জামায়াতে ইসলামী ঘোষিত ৭ দফা দাবির সমর্থনে এবং আগামী ১৯ জুলাইয়ের ঢাকার সমাবেশ সফল করার আহ্বানে চাটখিলে এই মহাসমাবেশ সৃষ্টি হয়।

এ সময় চাটখিল উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন এবং নির্বাচনকে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

মিছিলে বক্তারা বলেন, “আমরা ১৭ বছর থেকে সুস্থ ভাবে নির্বাচন করতে পারিনি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে হবে, না হলে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে।” 

তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। সেই সাথে গোপালগঞ্জে জুলাইয়ের নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা জানান।

সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যা, উপজেলা জামায়েতের আমির মাওলানা মহি উদ্দিন হাসান, উপজেলা জামায়েতের সাধারণ সম্পাদক নুর হোসেন রিয়াজ, উপজেলা নায়েবে আমির মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, পৌরসভার আমির মাওলানা আক্তার হোসেন, পৌরসভার নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন, সাধারন সম্পাদক সাফায়েত হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কর্মী-সমর্থক বৃন্দ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত