শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
বিদ্যুতের তারে বউ-শাশুড়ির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৬:০৯ PM
খুলনার দাকোপ উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে শাশুড়ি চপলা গাইন ও বউ টুম্পা গাইন মৃত্যুর ঘটনায় জড়িত আরও তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গত রোববার গভীর রাতে বাগেরহাট জেলার মোংলা ফেরিঘাট এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন প্রধান অভিযুক্ত অংশুমান মন্ডল, তার ছেলে শাওন মন্ডল ও পিযুজ কান্তি হালদার। তাদের বাড়ি দাকোপের হরিণটানা গ্রামে।

র‌্যাব জানায়, গত ১৯ মার্চ অংশুমান মন্ডলের ক্ষেতে প্রতিবেশি অশোক গাইনের গরু-ছাগল প্রবেশ করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এরপর অংশুমান মন্ডল ফসলের ক্ষেতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। রাতে চপলা গাইন ও টুম্পা গাইন ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে পেচিয়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় চপলা গাইনের ছেলে বাদি হয়ে দাকোপ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

দাকোপ থানার ওসি আবদুল হক বলেন, এ ঘটনায় ইতোপূর্ব দু’জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার র‌্যাব আরও ৩ জনকে গ্রেপ্তার করে হস্তান্তর করেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত