শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালচান মিয়া (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে । শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দের নগর মাছপাড়া গ্রামে ঘটনাটি ঘটে । নিহত লালচান একই গ্রামের হারেজ আলীর ছেলে ।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, লালচান তার কৃষিজমিতে সেচ পাম্পের সাহায্য পানি দিতে যায় । সেচ পাম্পে পৌছানোর পরপরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান । পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) এমদাদুল হক বলেন, এঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে ।