সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
নেছারাবাদে সর্বজনীন পেনশনস্কীম বিষয়ক সভা
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৫:২৪ PM
নেছারাবাদে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উপজেলা  পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) নেছারাবাদ উপজেলা প্রশাসন এর আয়োজনে সরকারী স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ওই সভায় প্রধান অতিথি হিসেবে মূল বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান।

এসময় তিনি বলেন,বর্তমানে দেশে শুধু সরকারি চাকুরিজীবিরাই পেনশনের আওতায় রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দেশের সকল মানুষ যাতে জীবনের শেষ বয়সে কোন আর্থিক সমস্যায় না ভুগে সুন্দরভাবে নিজের জীবন পরিচালনা করতে পারে এজন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। এটি প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও যুগান্তকারী পদক্ষেপ বলে আমরা মনে করি। এ পেনশন স্কিমে অংশ নিয়ে সকল নাগরিক নিজ ও পরিবারের ভবিষ্যৎ জীবনের সুরক্ষা দিতে পারবে। এ জন্য ৪ টি স্কিম চালু রয়েছে। নিজ সুবিধা অনুযায়ী দেশের সকল নাগরিক যে কোন একটি স্কিমে অংশ নিতে পারবে।

ইউএনও মনিরুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এসএম মুইদুল ইসলাম প্রমুখ। 


এসময় ২০ জন শিক্ষককে রেজিষ্ট্রেশনের আওতায় এনে পেনশন স্কিম কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এর পূর্বে জেলা প্রশাসক  জগন্নাথকাঠি এলাকায় তথ্য ও প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক এ উঠান বৈঠকে বক্তৃতা করেন। অলংকারকাঠি আবাসনে সহজ পদ্ধতিতে আদা চাষ প্রকল্পের প্রশিক্ষন ও কর্যক্রমের উদ্বোধন করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত