শেরপুরে গত ১০ দিন ধরে নিখোঁজ অটোরিক্সাচালক মোঃ এরশাদ আলী ফকির (৩৫) এর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৬ এপ্রিল (শনিবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিখোঁজ এরশাদ আলী ফকির শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বাজারীপাড়া এলাকার মোঃ খোরশেদ ফকিরের ছেলে।
মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ প্রতিদিনের মত এরশাদ আলী বাড়ি থেকে তার অটো রিকসা নিয়ে যাত্রী পরিবহনের জন্য শেরপুর শহরে যায় এবং সে গভীর রাতেও তার বাড়িতে ফিরে যায়নি। এঘটনায় তার স্ত্রী সন্তান বাবা মা ও ভাইদের মাঝে আতংক দেখা দেয়। পরে অটো রিকসাসহ নিখোঁজ এরশাদ আলী ফকিরের পরিবারের পক্ষ থেকে শেরপুর সদর থানায় একটি জিডি করা হয়। যার জিডি নং ১৫।
দীর্ঘ ১০ দিনেও অটোরিকসা সহ নিখোঁজ এরশাদ আলী ফকিরের কোন সন্ধান না পাওয়া এলাকাবাসী ও পরিবারের মাঝে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়। পরে এলাকাবাসী শনিবার প্রশাসনের কাছে এরশাদ আলীকে উদ্ধার ও সন্ধান চেয়ে মিছিল নিয়ে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর গিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিখোঁজ অটো চালকের স্ত্রী মমেজা বেগম, মেয়ে ইয়াসমিন, ছেলে রমজান আলী, ভাই রাসেল ও হাসান আলীসহ স্বজনরা। মানববন্ধনে বক্তারা, নিখোঁজ অটো রিকসা চালক এরশাদ ফকিরের দ্রুত উদ্ধার ও সন্ধানের দাবি জানান।