শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ময়ূরীর বিস্ফোরক মন্তব্য
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৩:৩৭ PM
রুপালি পর্দায় এক সময় টানা কাজ করেছেন চিত্রনায়িকা ময়ূরী। ইন্ডাস্ট্রির অশ্লীল যুগের নায়িকাও বলা হয় তাকে। এবার আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ময়ূরী বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনে এখন রাস্তাঘাটের লোকজনও নির্বাচন করছে তাও আবার সাধারণ সম্পাদক।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ময়ূরীর এই স্ট্যাটাস রীতিমতো বিতর্কের ঝড় তুলেছে। হঠাৎ কাদেরকে ইঙ্গিত করে এমণ মন্তব্য করলেন তিনি? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।









বিশেষ করে নায়িকার ‘সাধারণ সম্পাদক’ উল্লেখ করে দেওয়ায় সেই বিতর্কের জল আরও ঘোলা হয়েছে। কারণ এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন সম্ভাব্য দুই প্রার্থী অভিনেতা ডিপজল ও অভিনেত্রী নিপুণ। তাহলে কী তাদেরকে উদ্দেশ করেই এই স্ট্যাটাস দিয়েছেন ময়ূরী।

তবে নায়িকার ঘনিষ্ঠ সূত্র হতে জানা যায়, ডিপজল বা নিপুণকে উদ্দেশ করে এমন স্ট্যাটাস দেননি ময়ূরী। মূলত তার নিশানা অভিনেতা শ্রাবণ শাহ। যিনি কয়েকদিন আগেই শিল্পী সমিতির সদস্যপদ বাতিলের খবরে আলোচনায় এসেছিলেন।

যদিও সেই পদ আবার ফিরেও পেয়েছেন শ্রাবণ। শুধু তাই নয়, পদ ফিরে পেতেই সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য মনোয়নপত্র দাখিল করেন শ্রাবণ। কারণ— নিপুণের বিপক্ষে লড়তে চান এই অভিনেতা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত