"ক্রীড়াঙ্গনের উন্নয়ন,শেখ হাসিনার দর্শন "- এই প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন উপলক্ষ্যে র্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও ইমদাদুল হক তালুকদার তার বক্তৃতায় বলেন, ১৮৯৬ সালে, এই দিনে গ্রিসের রাজধানী এথেন্সে আধুনিক অলিম্পিক গেমস যাত্রা করেছিল। জাতিসংঘ ২০১৩ সালের সাধারণ সভায় দিনটিকে "উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস" হিসেবে বেছে নেয়।
২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে দিনটি। বাংলাদেশও দিনটি জাতীয় পর্যায়ে পালিত হয়ে থাকে।
এসময় কেন্দুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.রাজীব হোসেন, ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম বাবুল, ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো.আশরাফ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো.নাসির উদ্দিন, নির্বাহী সদস্য মামুনুল কবীর খান হলি, মো.তাপস মিয়া, এডভোকেট সোহেল আমিনসহ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।