বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নের স্বার্থে ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধার মরদেহ দান
ফরিদপুর অফিস
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৫:৪০ PM
চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নের স্বার্থে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ দান করলেন তার পরিবার। মৃত ওই বীর মুক্তিযোদ্ধা গোপালগঞ্জ কোটালীপাড়ার কালিগঞ্জ নিবাসী  মৃত যজ্ঞেশ্বর বৈদ্যর ছেলে সহদেব বৈদ্যে।

তার মাতা মৃত মানিক্যময়ী বৈদ্য। তিনি গোপালগঞ্জের কোটালিপাড়া, নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধার মরদেহটি  তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী  আজ শনিবার (৬ এপ্রিল) সকাল ৯টায় তাঁর পুত্র ও তার নিকট আত্মীয়বর্গের উপস্থিতে সকল আনুষ্ঠানিকতা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুরে হস্তান্তর করা হয়। তিনি গত ৫ এপ্রিল ২০২৪ শুক্রবার ৭৮ বছর বয়সে পরলোকগমন করেন। এর আগে তিনি চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নের স্বার্থে গত ২০২২ সালের ২ জানুয়ারি তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুরে মরণোত্তর দেহদানের জন্য অঙ্গীকারবদ্ধ হন।
 
তারই প্রেক্ষিতে শনিবার সকালে তাঁর পুত্র ও নিকট আত্মীয়বর্গের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুরের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবার নির্দেশনা মোতাবেক কলেজের এনাটমি বিভাগ কর্তৃক তাঁর মরদেহ কৃতজ্ঞতা ও যথাযথ সম্মানের সাথে গ্রহণ করা হয়। এছাড়াও মরদেহ সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এ সময় এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. জোবায়ের মাহমুদ খান, শিক্ষকবৃন্দ, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ মহান স্বাধীনতা সংগ্রামে এই বীর মুক্তিযোদ্ধার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং যথাযথ সম্মান ও মর্যাদাসহকারে তাঁর মরণোত্তর দেহ ব্যবহার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত