বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
কেন্দুয়ায় নবাগত ইউএনওকে বরণ ও ওসিকে সংবর্ধনা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৫:৪৫ PM
নেত্রকোনার কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে নবাগত ইউএনও ও ওসিকে বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ক্লাব কার্যালয়ে নবাগত কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারকে বরণ ও কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক(ওসি) মো. এনামুল হককে প্রেসিডেন্ট কর্তৃক সম্মাননা পিপিএম (সেবা) পদক প্রাপ্তিতে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল হক মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঞার সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মামুনুর রশীদ মামুন, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আবুল কাশেম আকন্দ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জিয়াউর রহমান জীবন, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি কামরুল কবির ভূঞা, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মো.লুৎফর রহমান ভূঞা, দৈনিক সংবাদ প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, দৈনিক কালবেলা প্রতিনিধি মো. আশরাফুল হক ভূঞা গোলাপ , দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি আয়েশ উদ্দিন ভূঞা, দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি সৈয়দ মোখলেছ উজ্জামান, দৈনিক জনবানী প্রতিনিধি বুলবুল আহমেদ, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোঃ আনোয়ার উদ্দিন হিরন, দূর্জয় বাংলা সম্পাদক আশরাফুল আলম ও হ্যালো  ডট বিডি২৪.কম প্রতিনিধি মনিরুজ্জামান রাফি প্রমুখ। 

উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ তাদের বক্তব্যে বলেন, কেন্দুয়া উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা সর্বাগ্রে। আপনারা আনাদের লিখনীর মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। সবার সহযোগীতা থাকলে কেন্দুয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে খুব বেশে সময় লাগবে না বলে তারা মনে করেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত