মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কাহালুতে রেদওয়ানের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন
কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৫:৩৫ PM আপডেট: ১৫.০৪.২০২৪ ৬:২০ PM
বগুড়ার কাহালুর চঞ্চল্যকর রেদওয়ান হত্যা কান্ডের স-স্বীকৃত খুনি আবুল কাশেম ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে। 

সোমবার বেলা ১১ টা থেকে সাড়ে ১১ টা ৩০ মিঃ কাহালুর জনবহুল এলাকা রেলওয়ে চারমাথা এলাকায় পাতাঞ্জো গ্রামের শতাধিক নারী পুরুষ মানববন্ধন শেষে কাহালু প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন রেদওয়ানের বাবা মেরাজুল ইসলাম।

তিনি তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত (৫ এপ্রিল)শক্রবার তারাবি নামাজ থেকে তার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে সু-পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। হত্যা কান্ডের পর পুলিশ একই গ্রামের আব্দুল কাদের এর ছেলে আবুল কাশেম (১৯)সহ ৪ ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে ৩ জনকে ছেড়ে দিয়ে শুধু মাত্র স-স্বীকৃত খুনি আবুল কাশেমকে গ্রেফতার দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করেন।

হত্যাকান্ডের ১২ দিন অতিবাহিত হলেও পুলিশ অন্যান্য আসামীদেও গ্রেফতার করতে পারেনি। তাদের ধারণা স-স্বীকৃত খুনি আবুল কাশেম সে দিন তারাবির নামাজে উপস্থিত ছিলনা। তাদের প্রশ্ন ৮ রাকাত নামাজ আদায়ের পর রেদওয়ানকে যে,ব্যক্তি মসজিদ হতে ডেকে নিয়ে গেলে সে এখনও কেন ধরা ছোয়ার বাহিরে ? তাদের সুস্পষ্ট ধারনা এটি একটি সু-পরিকল্পিত হত্যাকান্ড। পুলিশ গ্রেফতারকৃত আবুল কাশেমকে রিমান্ডে এনে সঠিক ভাবে জিজ্ঞাসাবাদ ও অধিক তদন্ত করলে দ্রুত হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
 
এব্যাপারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন থেকে পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা সহ কলম সৈনিক ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করন। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দিন,গ্রামের নওয়াব আলী,জিয়াউর রহমান,দেলয়ার হোসেন, শাপলা সহ প্রায় শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

                                                                                        .                                                                                                                          


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত