মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান উৎসব
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৪:১৯ PM আপডেট: ১৬.০৪.২০২৪ ৪:২৪ PM
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে ময়মনসিংহ ও এর আশেপাশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদের পাড়ে আসেন। 

আবহমান ঐতিহ্যের ধারাবাহিকতায় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে উৎসব মুখর পরিবেশে মঙ্গলবার দিনব্যাপী জেলার বাইগনবাড়ীতে এই স্নান উৎসব চলে।

উৎসবকে ঘিরে চলমান রীতি অনুযায়ী বাইগনবাড়ীতে বৈশাখী মেলা বসে। অষ্টমী স্নান উপলক্ষে ব্রহ্মপুত্রের সকল ঘাটে নদীর দুইপাশে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও র‌্যাবের উপস্থিতি দেখা যায়। মহিলা পূণ্যার্থীদের জন্য নির্মাণ করা হয়েছে বিশেষ স্নান ঘাট। এছাড়াও স্নান ঘাটে প্রয়োজনীয় সংখ্যক মহিলা পুলিশ এবং স্বেচ্ছাসেবী মহিলা উপস্থিত ছিলেন। প্রতিবছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা পাপমোচনের আশায় ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীতে স্নান করতে আসেন।

এ স্নান উৎসব উপলক্ষ্যে নগরীর কাচারিঘাটে ঐতিহ্যবাহী খেলনার মেলা বসে। মেলায় স্নান উৎসবে আগত শিশু-কিশোর ও বিভিন্ন বয়সী পুণ্যার্থীদের সমাগম ঘটে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত