বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
সরাইলে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৫:৪৩ PM
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-১/ ২০২৩-২০২৪ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলার কৃষি অফিসের প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেজবাহ উল আলম ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠানে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন ব্রাহ্মণাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা একরান হোসেন প্রমুখ। 

কৃষকদের কৃষি পরামর্শ দিয়ে উপজেলা কৃষি অফিসার একরাম হোসেন বলেন, আজকে ১২ জন কৃষককের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বাকীগুলো পর্যক্রমে উপজেলার ৯টি ইউনিয়নে ১ হাজার ২০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত