সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিত করণ সভা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) এস.এম রাহাতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সোনালি ব্যাংক আখাউড়া শাখার শাখা ব্যবস্থাপক ও অগ্রণি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমসহ আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের উদ্যোগক্তা।
এছাড়া ও সভায় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তাঁর দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ। এ সময় তিনি সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যে ৪ টি স্কিম রয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।