রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৭:৫৩ PM
মানিকগঞ্জ থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদকদের নিয়ে গঠিত সম্পাদক পরিষদের সাথে জেলা প্রশাসক রেহেনা আকতার মতবিনিময় সভা করেছেন। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পরিষদের কার্যকরী সদস্য গোলাম ছারোয়ার ছানু, সাবেক সভাপতি ও কার্যকরী সদস্য সুরুয খান, পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, সহ-সভাপতি মাহবুবুল আলম জুয়েল, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক খন্দকার সুজন হোসেন, দপ্তর সম্পাদক আকমল হোসেন, প্রচার সম্পাদক এফ এম ফজলুল হক ও সদস্য জয়নাল আবেদীন বাবুল এবং আক্তার হোসেন মিলন উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, একটি জেলার উন্নয়নে স্থানীয় পত্রিকা একটি বড় ভূমিকা পালন করে। স্থানীয় এসব পত্রিকার মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সংবাদের পাশাপাশি জেলার অনেক গুরুত্বপূর্ণ সংবাদ জানা যায়। 

এছাড়া, নবগঠিত সম্পাদক পরিষদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত