মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ১:১৪ PM
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট রেলগেটে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার আট বছর বয়সের এক শিশু। 

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের পুনিয়াউট রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।নিহতের নাম রায়হান (৩৫)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর গ্রামের মৃত বাহার মিয়ার ছেলে। রায়হান ওই এলাকাতে ভাড়ায় থাকতেন। আহত মেয়ের নাম জাহান ইফতি (৮)।

স্থানীয়রা জানান, রায়হান ঈদের ছুটি শেষে বাড়ি ফিরে রাতে একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে রিকশার করে বাড়ি ফিরছিলেন। তাদের রিকশা রেল ক্রসিং দিয়ে পার হওয়ায় সময় নোয়াখালী মেইল ট্রেন ধাক্কা দেয়। এসময় রায়হান ও তার মেয়ে আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। আখাউড়া রেলওয়ে জংশন থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন খন্দকার জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত