বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ-এর সম্মানিত চেয়ারম্যানের নির্দেশে সারা বাংলাদেশের অন্যান্য জেলার মতো চট্টগ্রাম জেলার দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
শনিবার (২০ এপ্রিল) চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের ভ্রাম্যমান আদালত নং-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। এসময় বিভিন্ন অভিযোগে ৮ টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা ও ১ টি গাড়ীকে ডাম্পিং করা হয়৷
সূত্র জানিয়েছে ভ্রাম্যমান আদালত লাইসেন্স বিহীন ৩টি গাড়িকে ১০ হাজার টাকা, ফিটনেস বিহীন -৪টি গাড়ীকে ১৫ হাজার টাকা এবং অন্যান্য মামলা ১টি গাড়িকে ৫ হাজার টাকা জরিমানা করেন৷ এসময় ঢাকা মেট্রো-ন-১৪-০০৩২ নম্বরের একটি যানবাহনকে ডাম্পিং এর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট৷
এসময় বিআরটিএ, চট্ট মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সাইফুর রহমান উপস্থিত ছিলেন৷
একই দিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী৷ এসময় ৯টি মামলায় ২১হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি তিনটি ট্রাককে ডাম্পিং করেন আদালত৷
এসময় ভ্রাম্যমান আদালত লাইসেন্স না থাকার ২টি মামলায় ৬ হাজার টাকা, ফিটনেস বিহীন ৩টি মামলায় সাড়ে ৭ হাজার টাকা এবং অন্যান্য ৪টি মামলায় আরো সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেন৷ আদালতের নির্দেশে রেজিস্ট্রেশন বিহীন তিনটি ট্রাক ডাম্পিং করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ইকবাল আহমেদ ও বিআরটিএ, চট্ট মেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ শাহাদাত হোসেন চৌধুরী।
উভয় মহাসড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে চট্টগ্রাম জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সার্বিক ভাবে সহযোগীতা করেন বলে বিআরটিএ সূত্র জানিয়েছেন৷