নেত্রকোনার কেন্দুয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান, সদস্য, সচিব, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, গ্রাম পুলিশ, উপজেলা সকল স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ পরিদর্শকের সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতির লক্ষ্যে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম। আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ দেশের ডিজিটাল সেবা পেতে ও নির্ভুল তথ্যভান্ডার গড়তে নির্ধারিত নিয়ম ও সঠিক সময়ে জন্ম- মৃত্যু নিবন্ধন করতে সকলের প্রতি আহবান জানান।
এসময় ইউপি চেয়ারম্যান, সদস্য, সচিব, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, গ্রাম পুলিশ, উপজেলা সকল স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।