রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
যশোর ক্যান্টনমেন্ট কলেজে বাংলা নববর্ষ উদযাপন
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১:২৭ PM
যশোর ক্যান্টনমেন্ট কলেজের বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী মেলার আয়োজন করেছে। আজ শনিবার সকালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার যশোর অঞ্চল মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার যশোর অঞ্চল মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদের সহ-ধর্মীণি খাদিজা হক চৌধুরী, ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল নুসরাত আল নুর চৌধুরীসহ যশোর এরিয়ার উর্দ্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এর আগে যশোর ক্যান্টনমেন্ট কলেজের, অভিভাবক শেড, প্রথম ও দ্বিতীয় প্রবেশ ফটক, মাতৃছায়া ডে-কেয়ার সেন্টার, ২৫শ’ বর্গফুট রাস্তা, বিএনসিসি ও রোভার রুম, জিমনেসিয়াম, পার্কিং শেড, পুকুরের ঘাট ও পাড় বাঁধানো, ওয়াকওয়ে এবং অনার্স ভবনের পুনঃসংস্কার কাজ এর শুভ উদ্বোধন করেন।

মেলার আয়োজক কমিটির বলেন, বাংঙালীর সাংস্কৃতি ঐতিহ্য বর্তমান ছেলে মেয়ে ও শিক্ষার্থীদের মাঝে ফিরে আনতে এ মেলার আয়োজন করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত