সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
তীব্র গরমে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের খাওয়ানো হচ্ছে শরবত
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১:৪৯ PM আপডেট: ২৭.০৪.২০২৪ ১:৫৩ PM
তীব্র গরমে জন-জীবন অতিষ্ঠ। বিপর্যস্হ হয়ে পড়েছে সাধারন জীবনযাত্রা। শ্রীমঙ্গলে তাপমাত্রা উঠানামা করছে ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে। এই সময়ে বিশেষ করে শ্রমজীবি আর খেটে খাওয়া মানুষগুলো চরম বিপাকে পড়েছেন।

ঠিক এ সময়ে শ্রীমঙ্গলের ইস্পাহানী টি কোম্পানীর জেরিন চা-বাগান কর্তৃপক্ষ গ্রহন করেছেন এক ব্যাতিক্রমী ও প্রশংসনীয় উদ্যােগ। চা-শ্রমিকদের কথা চিন্তা করে বাগান কর্তৃপক্ষ কর্মরত শ্রমিকদের মধ্যে সুপেয় পানি এবং শরবত পান করাচ্ছেন। তীব্র গরম আর হিট স্ট্রোক এড়াতে এই ব্যবস্হা গ্রহন করেছেন বলে জানা গেছে। এছাড়াও বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের ওপর দৃষ্টি রাখছেন।

গতকাল দুপুরে সরজমিন জেরিন চা-বাগানে গিয়ে দেখা যায়, জেরিন টি এস্টেটের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা চা-শ্রমিকদের শরবত খাওয়াচ্ছেন।

ডিজিএম সেলিম রেজা জানান, গরমের তীব্রতা না কমা পর্যন্ত এই ব্যবস্হা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত জেরিন টি এস্টেটে প্রায় ৬০০ এর বেশি নারী ও পুরুষ চা-শ্রমিক রয়েছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত