রংপুরের গঙ্গাচড়ায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (পরিবেশ অনুবিভাগ) ড. ফাহমিদা খানম জিরো ওয়েস্ট গ্রাম পরিদর্শন করেন ।
শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বেতগাড়ি ইউনিয়নে শাহপাড়া ও প্রামাণিকপাড়া গ্রামে জিরো ওয়েস্ট গ্রাম পরিদর্শন এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক শেষে বেতগাড়ি ইউনিয়ন পরিষদ স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন।
জিরো ওয়েস্ট গ্রাম পরিদর্শন এবং উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব (পরিবেশ-২ শাখা) নাজনীন পারভীন। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন অধিদপ্তরের রংপুর জেলা পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। বেতগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ , স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা,এনজিও কর্মীসহ প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন জিরো-ওয়েস্ট কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে নিজেদের বর্জ্য হ্রাস এবং বৃহত্তর পর্যায়ে সম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (পরিবেশ অনুবিভাগ) ড. ফাহমিদা খানম বলেন,‘বর্তমানে সম্পদ ব্যবহারের অভ্যাস মানুষ, বন্যপ্রাণী এবং পরিবেশের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলছে এবং এ সব কিছু থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে, আমাদের বর্তমান সম্পদ ব্যবহারের অভ্যাস এবং বর্জ্য ব্যবস্থাপনা টেকসই নয়। অতএব, এখনই সময় জিরো-ওয়েস্ট জীবন ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়া।'