বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
যশোরে কাঠফাটা রোদে দুঃসহ জনজীবন
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১:৫৭ PM
যশোরের ওপর দিয়ে দুই সপ্তাহ ধরে বইছে তীব্র তাপপ্রবাহ। এতে চরম দুর্ভোগে পড়েছে জেলার মানুষ। কাঠফাটা রোদে দুঃসহ হয়ে উঠেছে জনজীবন। আজ শনিবার দুপুর ১২টায় যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন দিন ধরেই যশোরসহ খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এ মৌসুমে সর্বোচ্চ ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। দুপুর ১২টায় যশোর বিমান বাহিনীর আবহাওয়া বিভাগ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। 

বেলা বাড়ার সাথে সাথে বাড়বে তাপমাত্রা। তীব্র গরমে নাজেহাল অবস্থা প্রতিটি শ্রেণি-পেশার মানুষের। বিশেষ করে শ্রমজীবী ও কর্মজীবীদেরহাসফাস অবস্থা। তারপরও জীবন-জীবিকার তাগিদে ঘাম ঝরিয়ে ছুটতে হচ্ছে তাদের। তাই ক্লান্তি কাটাতে মাঝে মাঝে গাছের তলায় জিড়িয়ে নিচ্ছেন অনেকে। কেউ কেউ সরবত কিনে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে সড়কের বিভিন্ন যানবাহন চলাচল কমে যায়।

এদিকে এই গরমে শ্রমজীবীদের মাঝে প্রাণসঞ্চার ফেরাতে মোড়ে বুথ খুলে স্যালাইন‌ পানি বিতরণ কর্মসূচি হাতে যশোর পৌরসভা। সেখানে তৃষ্ণা নিবারণ করতে পেরে খুশি পথচারী ও শ্রমজীবীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত