বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
অনলাইনে ক্লাস, স্বশরীরে পরীক্ষা চায় জবি শিক্ষার্থীরা
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৭:৪১ PM
সারাদেশে তীব্র তাপদাহের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক সপ্তাহ অনলাইন ক্লাসের পর আবহাওয়া পরিবর্তন না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য সশরীরে সকল ক্লাস, পরীক্ষা বন্ধ এবং অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে সেশনজট এড়াতে  অনলাইন ক্লাসের পাশাপাশি সশরীরে পরীক্ষা চায় শিক্ষার্থীরা। 

গ্রীষ্মকাল আসার সাথে সাথে বেড়েছে গরমের তীব্রতা। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। দেশের বিভিন্ন জায়গায় হিট স্ট্রোকে মৃত্যুর ঘটনা ঘটছে। সূর্যের তাপ ও তীব্র গরমে প্রায় ঘর বন্দী মানুষ। এই তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনলাইন ক্লাসের পাশাপাশি সেশনজট এড়াতে সশরীরে পরীক্ষার দাবি জানাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা বলছেন, তীব্র তাপদাহে দেশের বিভিন্ন জায়গায় হিট স্ট্রোকে মৃত্যুর ঘটনায় তারা শঙ্কিত। এছাড়া সেশনজট এড়াতে অনলাইন ক্লাসের পাশাপাশি সপ্তাহের নির্দিষ্ট দিনে সশরীরে পরীক্ষা নেয়া যেতে পারে। নাহলে নতুন করে সেশনজট হবে। ইতিমধ্যে করোনার কারণে বেশ কিছু বিভাগে এক থেকে দেড় বছরের সেশনজট রয়েছে। সপ্তাহের নির্দিষ্ট দিনে সশরীরে পরীক্ষা নিলে স্বাস্থ্যঝুঁকি যেমন কম থাকবে তেমনই সেশনজটের শঙ্কাটাও কেটে যাবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউনুস হাসান বলেন, এই তীব্র গরমে সাভার থেকে বাসে যাতায়াত করে নিয়মিত সশরীরে ক্লাসে আসা সম্ভব নয়। এই পরিস্থিতিতে চলমান অনলাইন ক্লাসের পাশাপাশি সপ্তাহে নির্দিষ্ট দিনে সশরীরে পরীক্ষার ব্যবস্থা করলে আমাদের জন্য ভালো হয়।  

একই শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থী শিহাব উদ্দিন বলেন, স্বাস্থ্যঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের সশরীরে সকল ক্লাসের পরিবর্তে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তবে পরীক্ষা বন্ধ থাকায় আমরা সেশনজটের শঙ্কায় রয়েছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম বলেন, এই তীব্র তাপ প্রবাহে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে অনলাইনে ক্লাস হচ্ছে। সেই সাথে যদি সপ্তাহের নির্দিষ্ট দিনে সশরীরে পরীক্ষার ব্যবস্থা করলে আমরা সেশনজটের শঙ্কামুক্ত হব।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে মঙ্গলবার (৩০এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে উপাচার্যের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় এবিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেয়া হবে
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত