আইসিবি ও এর আওতাধীন ৩টি সাবসিডিয়ারি কোম্পানির অংশ গ্রহণে মঙ্গলবার আইসিবির প্রধান কার্যালয়ে “ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন” সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিজ উদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থমন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা ইয়াসমিন, উপসচিব,আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থমন্ত্রণালয়।
এছাড়াও আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ এবং অন্যান্য কর্মচারীগণ উপস্থিতছিলেন।